সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আফগানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

আফগানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়

বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ জিতেছিল শেষ ওভারে। দ্বিতীয়টিও জিতল শেষ ওভারে। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গতকাল সহজভাবেই জিতেছে ৬ উইকেটে। টানা দুই জয়ে টি-২০ সিরিজ জিতেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে এই প্রথম টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে দুটি সিরিজের একটিতে হেরেছিল টাইগাররা। আরেকটি ড্র হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ক্রিকেটে এখন তারুণ্যের জয়গান। সাকিব আল হাসানের নেতৃত্ব টাইগারদের টি-২০ স্কোয়াডে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদরা সবাই তরুণ। তারুণ্যের সিরিজে নিজের আধিপত্য বজায় রেখে সিরিজ সেরা ও ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব। ম্যাচ জয়ের পর টাইগার অধিনায়ক তারুণ্যের প্রশংসা করেছেন, ‘আমি ও কোচিং স্টাফ চেয়েছিলাম তরুণদের একটু বেশি সময় দিতে। তারা যেন তাদের কাজগুলো ঠিকঠাক করতে পারে। তারা তাদের দায়িত্ব পালন করেছে।’

প্রথম ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন করিম জান্নাত। গতকাল বৃষ্টি¯œাত ম্যাচটি জিততে ঘাম জড়াতে হয়নি টাইগারদের। যদিও শেষ ওভারে জিতেছে। জয়ের জন্য শেষ ৬ বলে দরকার ছিল ৪ রান। অভিষিক্ত ওফাদার মোমান্তের ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন শামীম। বৃষ্টিভেজা আবহাওয়ায় গতকাল টস জিতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক। নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। আফগানিস্তান ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ ছিল প্রায় পৌনে দুই ঘণ্টা। খেলা যখন পুনরায় শুরু হয়, তখন খেলা নির্ধারিত হয় ১৭ ওভারে। ৬ ওভারের পাওয়ার প্লেতে আফগানিস্তান ২ উইকেটে ৩৪ রান সংগ্রহ করে। পরের ১১ ওভারে ৮২ রান যোগ করে রশিদ বাহিনী। উইকেটের বাউন্সের সহায়তায় গতির ঝড় তোলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করে তুলে নেন ৩ উইকেট। তাসকিনের সঙ্গে অধিনায়ক সাকিব ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান। ডিএল মেথডে বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় ১১৯ রান। ৫ বল হাতে রেখেই জয় তুলে নেন টাইগাররা। দুই ওপেনার লিটন ও আফিফ ৫ ওভারের পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। লিটন ৩৬ বলে ৩৫ রান এবং আফিফ ২০ বলে ২৪ রান করেন। তৌহিদ ১৭ বলে ১৯ রান করেন। ম্যাচসেরা সাকিব অপরাজিত ছিলেন ১৮ রানে। বোলিংয়ে ২ উইকেট নেন ১৫ রানের খরচে।

সর্বশেষ খবর