শিরোনাম
সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাল্কহেডের ধাক্কায় ডুবল ওয়াটার বাস

৩ লাশ উদ্ধার, নিখোঁজ ১৫

নিজস্ব প্রতিবেদক

বাল্কহেডের ধাক্কায় ডুবল ওয়াটার বাস

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনা ঘটেছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। ওই সময় পর্যন্ত আরও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। নৌ-পুলিশ আরও জানায়, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় নৌ-পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ-পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল থেকে জানান, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেছে। বাল্কহেডটি পুলিশের হেফাজতে আছে। তিনি বলেন, এতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। ২৫ জনের মতো সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর