মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

খাতভিত্তিক উদ্যোগ নিলে সমস্যা সমাধান সম্ভব

অধ্যাপক আদিল মোহাম্মদ খান

খাতভিত্তিক উদ্যোগ নিলে সমস্যা সমাধান সম্ভব

রাজধানী ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। একই সঙ্গে খাল, নদী, জলাশয় দখল করে বড় বড় ভবন গড়ে উঠেছে। এখন চাইলেই হঠাৎই কোনো সমাধান সম্ভব নয়। তবে পরিকল্পিত উপায়ে একটা একটা খাত ধরে এগোলেই সমাধান সম্ভব। এই ক্ষেত্রে বড় বড় প্রকল্প নিয়ে বেশি অর্থ ইনভেস্ট করলে হবে না। পরিকল্পনা নিয়ে অল্প খরচে বেশি সমাধান এ রকম উপায় বের করে উত্তরণের পথ খুঁজতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। একটি উদাহরণ দিয়ে আদিল মোহাম্মদ খান বলেন, সড়কে শৃঙ্খলা আনতে গণপরিবহনের ওপর আরও জোর দিতে হবে। গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি একই সঙ্গে ফ্রাঞ্জাইজিভিত্তিক বাস রুট পরিচালনা করা গেলে গণপরিবহনের শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কমবে। মানুষ খরচের দিক বিবেচনা করে এবং সহজে গন্তব্য পৌঁছে যাবে এমন ভরসায় গণপরিবহনের দিকে ঝুঁকবে। তিনি বলেন, বাসযোগ্য শহরে ফিরতে হলে ছোট ছোট কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। যেমন মেয়ররা চাইলেও খেলার মাঠ বৃদ্ধি করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নগরীতে করপোরেশনের আওতায় যেসব খেলার মাঠ ও পার্ক রয়েছে সেগুলো সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়াও সম্ভব। আফ্রিকা মহাদেশের অনেক গরিব রাষ্ট্র আছে তারাও পরিচ্ছন্ন শহরের তালিকায় অবস্থান করছে। আমরা চাইলে পরিচ্ছন্ন শহর গড়তে পারি। শুধু পরিকল্পিত উপায়ে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া খাল, নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত করা সম্ভব। নদীর পাশের শিল্প কলকারখানাগুলোর বর্জ্য যেন নদীতে না যায় সে বিষয়ে কঠিন পদক্ষেপ নিলে দূষণ অনেকটা কমে যাবে। এ রকম কয়েকটি খাত নির্বাচন করে উদ্যোগ নিয়ে অল্প খরচে সমাধান করা সম্ভব। এ বিষয়গুলো বাস্তবায়ন করলে নগরীর বাসযোগ্যতার ইনডেক্স বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর