মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চিত্রনায়ক ফারুকের আসনে জয়ী আরাফাত

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক ফারুকের আসনে জয়ী আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট। এ উপনির্বাচনে ভোট পড়ার হার ১১ দশমিক ৫১ শতাংশ।

ইসির তথ্যানুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর মধ্যে ৩৮৩টি ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস আগে উপনির্বাচনের মাধ্যমে ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে গতকাল ভোট দেন বাসিন্দারা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এ আসনের ১২৪ কেন্দ্রে ভোটার ছিলেন সোয়া ৩ লাখ। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোট আটজন। আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম হিরো আলম (একতারা) ও মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক)।

সর্বশেষ খবর