মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর হাতে কলাগাছের তন্তুর কলাবতী শাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর হাতে কলাগাছের তন্তুর কলাবতী শাড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্প পণ্য উপহার। বাংলাদেশে প্রথম কলাগাছের তন্তু দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে কলাগাছের তন্তু থেকে তৈরি ৩টি শাড়ি এবং গহনার দুটি বাক্স তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ। এ ছাড়া পার্বত্য এলাকায় আশ্রয় কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজের’ মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক। কলাগাছের বাকল ব্যবহার করে এত দিন বাহারি হস্তশিল্প তৈরি হচ্ছিল দেশের বিভিন্ন এলাকায়। তবে এবার প্রথমবারের মতো কলাগাছ থেকে পাওয়া সুতা দিয়ে বান্দরবানে বানানো হয় শাড়ি। জামদানির মতো চমৎকার নকশার এই শাড়িটির নাম দেওয়া হয়েছে ‘কলাবতী’।

সর্বশেষ খবর