বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুজ্বরে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। চলতি মাসে হু হু করে বাড়ছে ডেঙ্গুর থাবায় মৃত্যুর সংখ্যা। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে অন্য বিভাগ ও জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকায় আক্রান্ত হয়েছেন ৭৭৯ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩ হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১২৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন। এর মধ্যে ঢাকার ভিতরে ৯৬ জন এবং বাইরে ৩১ জন। আক্রান্ত রোগীদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৮-৪০ বছর বয়সী যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন তাদের সংখ্যা ৭ হাজার ৪৪০ জন। ঢাকার বাইরেও এ বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত ১২৭ জনের মধ্যে ৭৩ জন নারী এবং ৫৪ জন পুরুষ। পুরুষ আক্রান্ত হয়েছেন ৬৩ দশমিক ১ শতাংশ এবং নারী আক্রান্ত হয়েছেন ৩৬ দশমিক ৯ শতাংশ। আক্রান্ত হার নারীদের কম হলেও মৃত্যু হার বেশি। চলতি মাসে প্রতিদিনই প্রায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। জুলাইয়ের ১৮ দিনে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২ জন এবং মারা গেছেন ৮০ জন। ঢাকার সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৩৩ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬১০ জন। রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। ঢাকা বিভাগে বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪২ জন, খুলনা বিভাগে ১৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৬২ জন, বরিশাল বিভাগে ৪২৬ জন, সিলেট বিভাগে ৭২ জন।

সর্বশেষ খবর