বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পবিত্র আশুরা ২৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা ২৯ জুলাই

দেশের আকাশে গতকাল মহররমের চাঁদ দেখা যায়নি। ফলে আজ হিজরি ১৪৪৪ সনের শেষ মাস জিলহজ ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল থেকে হিজরি ১৪৪৫ সনের প্রথম মাস মহররম গণনা হবে। সেই মোতাবেক ২৯ জুলাই শনিবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানান, গতকাল বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নায়েব আলী মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর