বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভোট প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস

নিজস্ব প্রতিবেদক

ভোট প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস

ঢাকা-১৭ উপনির্বাচনের শেষবেলায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার পেছনে ভোট প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা। সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে। গতকাল নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগের দিন ভোট শেষ হওয়ার আগে সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন হামলাকারীদের কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না।’ এরপর তারা হিরো আলমকে ধাওয়া শুরু করেন। তখন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেটের দিকে নিয়া যান।

এ ঘটনায় গতকাল ইসির তরফে ডিএমপি কমিশনারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ঢাকা-১৭ উপনির্বাচনের শেষ পর্যায়ে কে, কারা, কী উদ্দেশ্যে প্রার্থীর ওপর হামলা করেছে তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। হিরো আলমের ওপর হামলা, ভোট প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস দেখছেন আলমগীর। আইনশৃঙ্খলায় কারও অবহেলা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে ইসিকে পুলিশ কমিশনার জানাবেন।

সর্বশেষ খবর