বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দেশে একদলীয় শাসন চালুর পাঁয়তারা চলছে

----- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। তখন একটি মাত্র দল থাকবে, তারা চাইলে শোভার জন্য কিছু পাপেট দল তৈরি করে রাখতে পারবে। নির্বাচনের পরিবর্তে সবকিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। তিনি আরও বলেন, জনগণের কোনো অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মতো বিবেচিত হবে।

সর্বশেষ খবর