শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কাদেরের সঙ্গে বৈঠকের পর ফখরুলের সঙ্গে আলোচনায় সারাহ কুক

সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় : খসরু

নিজস্ব প্রতিবেদক

সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় : খসরু

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও ছিলেন এই বৈঠকে।

সূত্র জানায়, বৈঠকে প্রধান ইস্যুই ছিল বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি দল সফর শেষে ফিরে যাওয়ার পর থেকে বিএনপি প্রতিটি কর্মসূচিতে কীভাবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হামলাসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা দেওয়ার বিষয়টি বর্ণনা করা হয়। তাছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে কখনই অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও পুনরায় উল্লেখ করেন তারা। পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছেও এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর