শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হিমশিম হাসপাতাল

ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

হিমশিম হাসপাতাল

রাজধানীর একটি হাসপাতালে গতকাল ডেঙ্গু আক্রান্ত শিশুর শুশ্রƒষায় স্বজনরা -রোহেত রাজীব

ডেঙ্গুজ্বরে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ঢাকাবাসীর আতঙ্ক থেকে ডেঙ্গু এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানীর তুলনায় এখন অন্যান্য বিভাগ ও জেলা শহরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ সময় ডেঙ্গু প্রাণ কেড়ে নিয়েছে ৯ জনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজ্বরে মারা গেছেন ১৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ১৭ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৩০৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৪৫৫ জন। ঢাকায় ১৩ হাজার ৬০০ এবং ঢাকার বাইরে ৭ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৫৩ জন, বেসরকারি হাসপাতালে রয়েছেন ১ হাজার ৬৬৯ জন। গতকাল রাজধানী বাদে ঢাকা বিভাগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন, বরিশালে ৬১০ জন, ময়মনসিংহে ১৪৩ জন, সিলেটে ৬৮ জন, রাজশাহীতে ৮৪ জন, রংপুরে ৬৩ জন, খুলনায় ২২৮ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মশক নিধনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নিয়েছে বিশেষ কর্মসূচি। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী মশক নিধন অভিযানের ১২তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ৯টি মামলায় ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে র‌্যাবের নির্মাণাধীন ভবনে মশক নিধন অভিযান চালিয়ে লার্ভা পাওয়ায় ঠিকাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর শাহজাহানপুর এলাকার ঝিলপাড়ে র‌্যাব-৩ এর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা মিলেছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্সের সাইট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর