শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শান্তির এজেন্ডা জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

শান্তির এজেন্ডা জাতিসংঘ মহাসচিবের

পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই শান্তি ও নিরাপত্তা সুসংহত করার প্রতি গুরুত্বারোপ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বহুপাক্ষিকতার প্রতি সংশয়ের কারণে বিশ্বে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ‘শান্তির জন্য নয়া এজেন্ডা’ উপস্থাপন করে তিনি আরও উল্লেখ করেন, এই সংশয়ের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা ঘটছে। সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। নতুন ধরনের সংঘাত-সন্ত্রাসবাদ-তথ্যপ্রযুক্তির অপব্যবহার ঘটছে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিনিয়ত মানবিকতা ধ্বংসের হুমকি তৈরি হচ্ছে। পারমাণবিক যুদ্ধেরও ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে।

মহাসচিব উল্লেখ করেন, শীতল যুদ্ধ-পরবর্তী সময় শেষ হয়েছে। আমরা একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা এবং একটি বহুমুখী বিশ্বের দিকে এগিয়ে যেতে চাই। তাই শান্তি ও নিরাপত্তার জন্য আরও শক্তিশালী এবং বহুপাক্ষিক কাঠামোর প্রক্রিয়া অবলম্বন করতে হবে।  ‘দ্য নিউ এজেন্ডা ফর পিস’ (শান্তির জন্য নতুন পরিকল্পনা) শীর্ষক এই কর্মসূচিতে নতুন চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা দূর করতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়। বিশ্বাস, সংহতি এবং সর্বজনীনতার মূল নীতিসমূহকে ঘিরে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যা জাতিসংঘের সনদ এবং একটি স্থিতিশীল বিশ্বের ভিত্তি তৈরির সহায়ক হবে বলে উল্লেখ করেছেন মহাসচিব। শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজানোর তাগিদ দিয়ে মহাসচিব বলেন, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডাকে সমর্থন করতে শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং জাতিসংঘকে আধুনিকীকরণের লক্ষ্যে ট্রান্সফর্মিং এডুকেশন এবং ইউএন ২.০-এর ওপর অন্যান্য নীতিকেও অনুসরণ করতে হবে। সামনের বছর ‘সামিট অব দ্য ফিউচার’ অর্থাৎ সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় জাতিসংঘ শীর্ষ সম্মেলনে এসব এজেন্ডা পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর