শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিজেপি সরকারকে উৎখাতের ডাক মমতার

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে বলেছেন, এখন থেকে বিরোধী দলগুলোর নতুন জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স’ (ইন্ডিয়া)-এর ব্যানারেই প্রতিটি লড়াই হবে।

গতকাল কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান থেকে এসব কথা বলেন মমতা। তিনি উল্লেখ করেন, বাংলাকে ভাতে মারা যাবে না, বাংলা অনেক শক্তিশালী। আমরা খুশি যে, ২০২৪ সালের আগে ‘ইন্ডিয়া’ নামে একটা জোট তৈরি করতে পেরেছি। আগামী দিনে ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সবটাই ইন্ডিয়ার ব্যানারেই হবে। আমরা কোনো চেয়ার চাই না, চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক। তার কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। ওরা সব সীমা লংঘন করেছে। মমতা বলেন, আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের একটাই চাওয়া তা হলো ইন্ডিয়া জিতুক, বিজেপি হারুক। হিন্দুস্তান জিতবে, মোদি হারবে, বিজেপি হারবে। আমাদের অন্য কোনো স্লোগান নেই। ২০২৪ সালের নির্বাচনে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘জয় ইন্ডিয়া’ স্লোগান দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ২৬টা বিরোধী রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি, যারা সবাই একসঙ্গে হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতেই কয়েকদিন আগে ব্যাঙ্গালুরুতে বিরোধী দলের পক্ষে ‘ইন্ডিয়া’ নামে জোট গঠন করা হয়। মমতা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দলের সংসদ সদস্য ও অভিনেতা দীপক (দেব) অধিকারী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ শীর্ষ নেতৃত্ব।

সর্বশেষ খবর