রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে

কুমিল্লা প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো অনেক রাস্তা পাকা হয়নি। সেখানে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে।

বাংলাদেশেও দরিদ্র আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার দেশ। ইন্টারনেটের কারণে সবকিছু স্মার্ট হয়েছে। বড় ভবন দেখতে হলে এখন আমেরিকায় যেতে হবে না। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায়ই দেখা যাবে। উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষা, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার শুভংকরের ফাঁকি। শুভংকরের ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষ খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা বিশ্বের মানুষ এটা সমর্থন করে না। কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে গতকাল টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি চায় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। বাংলাদেশ রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সব আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর