রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনব্যবস্থা স্বাধীন রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনব্যবস্থা স্বাধীন রাখতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচনব্যবস্থা তাদের আওতায় রাখার চেষ্টা করে। নির্বাচনব্যবস্থা সবসময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। নির্বাচনব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে। গতকাল পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার যখন চায়, নির্বাচন কিছুটা নিরপেক্ষ হয়। আবার যখন মনে করে সরকারকে হেরে যেতে হবে তখন সেখানে হেরে যাচ্ছে। মূলত সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না। বর্তমান সরকার নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে। নির্বাচনের নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে কিছু আইন সংস্কারও করেছে তারা। এমন বাস্তবতায় কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সর্বশেষ খবর