রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আলেমদের মুক্তি না দিলে ঐক্যবদ্ধ আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

আলেমদের মুক্তি না দিলে ঐক্যবদ্ধ আন্দোলন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, বন্দি আলেমদের মুক্তির দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। আটক আলেম-ওলামাদের মুক্তি না দিলে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে। তিনি বলেন, আলেম-ওলামারা আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটক রাখা হচ্ছে। গতকাল রাজধানীর গুলিস্তানে কাজী বশির উদ্দিন মিলনায়তনে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। সম্মেলন থেকে বন্দি আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ২০ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। মাওলানা আবদুল মুমিন ও মাওলানা এহসানুল হকের পরিচালনায় সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন মাওলানা হাসান জুনাইদ। ঢাকাসহ সারা দেশ থেকে আলেম-ওলামারা অনুষ্ঠানে অংশ নেন। আরও বক্তব্য দেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আবদুল হক, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আহমদ আলী কাসেমী।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, আলেম-ওলামাসহ সর্বস্তরের তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর