সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এখন আগের মতো ভোট ডাকাত নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এখন আগের মতো ভোট ডাকাত নেই

এখন আগের মতো ভোট ডাকাত নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেছেন, আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা কেউ তথ্যপ্রমাণসহ প্রমাণ করতে পারেননি। এখন প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। শুধু ভোটকক্ষের গোপন কক্ষ ছাড়া সবকিছু এখন আমরা নজরদারি করছি।

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী নির্বাচনের আর বেশি সময় নেই। এর মধ্যে উপনির্বাচন হওয়ায় মানুষের আগ্রহ কম। এ ছাড়া ভোটের দিন মানুষকে কেন্দ্রে আনা কমিশনারের কাজ নয়, এটা ভোটারের দায়িত্ব। এ কমিশনারের অধীনে ৯ শতাধিক নির্বাচন হয়েছে। কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারবে না, প্রমাণসহ কেউ সুনির্দিষ্ট অনিয়ম হয়েছে বলে বলতে পারেননি। জাতীয় নির্বাচনের আগে এটা একটা মহড়া উল্লেখ করে কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা নেই। এরপরও রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি থাকতে পারে। আমরা ছোট ঘটনাকেও প্রাধান্য দিয়ে দেখছি। ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে, সত্য  উদঘাটন করে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকরার জন্য এটা করছে।

সর্বশেষ খবর