মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার আনুন

নুরুল আমিন বেপারী

সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার আনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নুরুল আমিন বেপারী বলেছেন, নির্বাচনী সংকট মোকাবিলায় সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, চালকের আসনে আওয়ামী লীগ সরকার। সরকারকেই আলাপ-আলোচানা করে সংকটের সমাধান বের করতে হবে। নিরপেক্ষ নির্বাচন না হলে বা দেশের সমস্যার সমাধান না হলে সংকট প্রকট আকার ধারণ করবে। এতে রাষ্ট্র কিংবা বিরোধী দলের যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে হবে। যেটি অতীতেও হয়েছে অনেকবার। যেটি আওয়ামী লীগের জন্য অনেক সহজ। কারণ তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ রয়েছে। তারা ফিল করলে সংসদে এক দিনেই সম্ভব। মনে রাখতে হবে নাগরিকের জন্য সংবিধান। সংবিধানের জন্য নাগরিক নয়। এ সংকট সমাধান করতে হবে নাগরিক ও সার্বভৌমত্বের জন্য। কারণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হবে। দেশ না থাকলে রাজনীতি করব কী নিয়ে? প্রফেসর ড. নুরুল আমিন বেপারী বলেন, কোনো দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অনেকগুলো ইনস্টিটিউশনকে উন্নত করতে হয়। সংবিধান হচ্ছে যার ভিত্তি। কিন্তু ২০১৪ সালের নির্বাচনের মাধ্যমে সংবিধানের নিয়ম ভঙ্গ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। যে কথাটি জাপানের অ্যাম্বাসেডর বলার পর সরকারের টনক নড়ে। আসলে এটি শুধু জাপানের অ্যাম্বাসেডরের কথা নয় বরং পশ্চিমাদের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এদের দিয়ে এসব কথা বলায়। বোঝা যাচ্ছে, সংকটটা পশ্চিমারা সমাধান করতে চায়। আরেকটি স্যাংশনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন সাধারণ মানুষও বুঝবে তারা সাউথ এশিয়ায় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। মার্কিনিরা এখন বাংলাদেশকে নিজেদের আলোয় দেখতে শুরু করেছে। তাই আওয়ামী লীগ সরকারকে তারা বারবার গণতন্ত্র শক্তিশালী করার জন্য বলছে। যখন আওয়ামী লীগ সরকার সেদিকে নজর দিচ্ছে না তখন স্যাংশন দিয়ে দিয়েছে। একই সময়ে তারা বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এ জন্য সংকট আরও জটিল হবে যদি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে না পারে।

সর্বশেষ খবর