মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সমঝোতার উদ্যোগ সরকারকে নিতে হবে, হতে পারে সংলাপ

এম সাখাওয়াত হোসেন

সমঝোতার উদ্যোগ সরকারকে নিতে হবে, হতে পারে সংলাপ

রাজনৈতিক সমঝোতার উদ্যোগ সরকারকেই নিতে হবে। সংলাপের মাধ্যমে সমঝোতা সম্ভব বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রাজনৈতিক সমঝোতা কীভাবে হতে পারে- জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, সরকার যদি মনে করে একটি সংলাপের আয়োজন করে উভয় পক্ষের দাবিগুলো একটি সেন্ট্রাল পয়েন্টে আনবে; তা যদি অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য একটি পর্যায়ে আসে; তা হলেই সমঝোতা হতে পারে। আর যদি দুই পার্টি দুই দিকে অনড় থাকে, তাহলে শক্তি প্রদর্শন হবে। ওরাও শক্তি প্রদর্শন করবে, এরাও করবে। একটা অরাজকতার চেষ্টা হবে। তখন কোনো কার্যকর সমাধান আসবে না। সংলাপ ছাড়া আমি সমাধানের কোনো পথ দেখছি না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা ২০১৪ সালে দেখেছি, অরাজকতার মধ্যে নির্বাচন করা কত কঠিন। সব রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবারে চ্যালেঞ্জর মুখে পড়লে আন্তর্জাতিক মহলে কী প্রতিক্রিয়া হবে তা বোঝা যাচ্ছে না। আমরা কম্বোডিয়ায় দেখেছি তারা ভিসানীতি প্রয়োগ করেছে। সাহায্য-সহযোগিতা বন্ধ করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের কী করণীয়- জানতে চাইলে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কমিশনের মতোই কাজ করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা তাদের হাতে যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগের চেষ্টা করবে। কোনো রাজনৈতিক দল এলো, আবার কোনো রাজনৈতিক দল প্রতিহত করার চেষ্টা করল তা তো থাকবেই। তবে কমিশন কমিশনের কাজ করে যাবে।

 

সর্বশেষ খবর