মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
জামিনে থাকার পরও গ্রেফতার

পুলিশ কর্মকর্তাদের ওপর হাই কোর্টের উষ্মা

নিজস্ব প্রতিবেদক

জামিনে থাকার পরও আসামি গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন হাই কোর্ট। তাদের উদ্দেশ করে হাই কোর্ট বলেছেন, ‘আপনারা নিজেরা নিজেদের মালিক মনে করেন। এ জন্যই কি দেশ স্বাধীন হয়েছে? এসব পুলিশ কর্মকর্তাকে শুধু সাসপেন্ডই শেষ কথা নয়, বরং তাদের চাকরি চলে যাওয়া উচিত।’

জামিনে থাকার পরও আসামি গ্রেফতার-সংক্রান্ত পৃথক দুই ঘটনার     শুনানিতে গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। জামিনে থাকার পরও কলেজশিক্ষার্থী মো. আশরাফুল হাওলাদারকে গ্রেফতারের ঘটনায় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান হাই কোর্টের তলবে গতকাল আদালতে হাজির হন। এর আগে রবিবার হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এই দুই পুলিশ কর্মকর্তা। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানি ও রায়ের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন। অন্যদিকে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরও দুজনকে ধরে নিয়ে নির্যাতন করে টাকা আদায়ের ঘটনায় গতকাল আদালতের নির্দেশে এদিন হাজির হন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এবং শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় পুলিশের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আদালতে পুলিশের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক, আবেদনের পক্ষে ছিলেন মজিবুর রহমান। পরে আদালত শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ৬ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেন।

 

সর্বশেষ খবর