বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কম্বোডিয়ার ৩৮ বছরের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রতিদিন ডেস্ক

কম্বোডিয়ার ৩৮ বছরের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পদত্যাগ করতে চলেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। দীর্ঘ ৩৮ বছর ক্ষমতায় থাকা এ নেতা নিজেকে এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বলে দাবি করে থাকেন। প্রায় চার দশক পর অবশেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রিত্ব হুন সেন পরিবারের বাইরে কারও কাছে যাচ্ছে না। নিজে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা তুলে দেবেন এই কম্বোডিয়ান নেতা। সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন হুন সেন এবং ছেলের হাতে ক্ষমতা তুলে দেবেন। প্রতিযোগিতাবিহীন এক নির্বাচনে হুন সেনের দল সব আসনে বিজয়ী হওয়ার মাত্র তিন দিন পরই প্রধানমন্ত্রীর পদত্যাগের এই ঘোষণা সামনে এলো। বিতর্কিত ওই নির্বাচনের পর কম্বোডিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ৭০ বছর বয়সী হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। অভিযোগ রয়েছে, এই দীর্ঘ সময় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেই কম্বোডিয়ার ক্ষমতা ধরে রেখেছেন তিনি। রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়ে, নির্বাসিত করে বা তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে ক্ষমতার শীর্ষে নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখেন এ নেতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর