শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সভা-সমাবেশে ব্যবসায়ীরা ভীত

----- আবদুল মাতলুব আহমাদ

সভা-সমাবেশে ব্যবসায়ীরা ভীত

সংঘাতময় রাজনৈতিক সভা-সমাবেশে ব্যবসায়ীরা ভীত বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেছেন, সভা-সমাবেশের নামে রাজনৈতিক দলগুলো দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। ছুটির দিনে সমাবেশের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যার নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সভা-সমাবেশ করে মানুষের মনে ভীতি সঞ্চার করে। জ্বালাও-পোড়াও হামলার আশঙ্কায় সড়কে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছুটির দিনে মানুষের কেনাকাটার পূর্ব পরিকল্পনা থাকলেও তা বাতিল করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের কারণে। আবদুল মাতলুব আহমাদ আরও বলেন, আমাদের দেশের কয়েক লাখ ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যাদের জীবিকা নির্ভর করে প্রতিদিনের ব্যবসায়। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের নামে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করা যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোকে আরও কঠোর হতে হবে।

সর্বশেষ খবর