শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংঘাতে ক্ষতিগ্রস্ত হবেন দোকানদাররা

------ মো. হেলাল উদ্দিন

সংঘাতে ক্ষতিগ্রস্ত হবেন দোকানদাররা

বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে রাজনীতিতে সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংঘাতের আশঙ্কা বাড়ছে। রাজনীতিতে সংঘাত ও সহিংসতা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সারা দেশের সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদাররা।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বছরে দেশে রাজনৈতিক সভা-সমাবেশ হবে, এটাই স্বাভাবিক। অহিংস সমাবেশ হলে কোনো ক্ষতি নেই। এখন পর্যন্ত সহিংসতা হয়নি, এটা ভালো দিক। কিন্তু পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। এটা ব্যবসায়ীদের জন্য আতঙ্কের।

এফবিসিসিআইর সাবেক এই সহসভাপতি বলেন, রাজনীতিতে সংঘাত, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মসূচি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দোকানদাররা। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সারা দেশের ক্ষুদ্র দোকানদাররা যাতে ক্ষতিগ্রস্ত না হন। কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে কেউ দাঁড়ান না।

সর্বশেষ খবর