শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা আতঙ্কে

-------- ব্যারিস্টার সামির সাত্তার

অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা আতঙ্কে

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার বলেছেন, দেশের ব্যবসায়ীরা কভিড সংকটে বড় ক্ষতির শিকার হয়েছেন। কভিড সংকটের পরই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ব্যবসা-বাণিজ্য নতুন সংকটে পড়েছে। একের পর এক সংকট সামলাতে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে। এর মধ্যে আবার দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ব্যবসায়ীদের বিপদে ফেলা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সামির সাত্তার বলেন, কভিড ধাক্কা সামলিয়ে দেশের ব্যবসায়ীরা গ্লোবাল সংকট মোকাবিলা করছে। এখন মূল্যস্ফীতি যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ডলার ঘাটতি নিয়ে ব্যবসায়ীরা অনেক দিন থেকে সমস্যার মধ্যে রয়েছে। এর মধ্যে নতুন সংকট সামনে আসছে রাজনৈতিক অস্থিরতা। দেশের ব্যবসা-বাণিজ্যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচিতে সমস্যা নেই। সারা পৃথিবীতে সেটা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা খুবই খারাপ। যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষ ভয় পায়। এখানে রাজনৈতিক কর্মসূচি নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করে। এই আতঙ্ক থেকে আমাদের মুক্ত করতে হবে। গত কয়েকদিন ধরে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে ব্যবসায়ীরা নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কম কর্মসূচি নেওয়া উচিত। দেশ অচল হয়ে পড়ে, রাজধানীর কার্যক্রম বন্ধ হয়ে যায়- এমন কর্মসূচি পরিহার করে রাজনৈতিক সভা-সমাবেশ থাকা উচিত। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা চায় একটি স্থিতিশীল পরিবেশ। এখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট আছে। অস্থিরতা তৈরি হলে সরবরাহ পদ্ধতিতে সংকট তৈরি হবে। তাতে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ব্যবসায়ীরা সমস্যায় পড়বে। সব ব্যবসায়ীর দাবি কোনো ধরনের আতঙ্ক না ছড়িয়ে একটি স্থিতিশীল পরিবেশ যেন নিশ্চিত থাকে সে বিষয়ে সরকারসহ সব পক্ষের পদক্ষেপ নেওয়া। আমাদের এখন স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন। এ বিষয় সবাইকে সচেতন থাকা দরকার।

সর্বশেষ খবর