শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কাজী হাবিবুল আউয়াল

সেপ্টেম্বরে তফসিল সংসদ নির্বাচনের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরে তফসিল  সংসদ নির্বাচনের

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করব। গতকাল এখন টিভিকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে তফসিল কবে ঘোষণা হবে প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, ‘আমার যতদূর মনে পড়ে ৯০ দিন আগে করতে হবে। সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা নয়। আমরা এখনো স্থির করিনি। তবে অনুমান করে বলতে পারি সেপ্টেম্বরের কোনো একটা সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব। উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সংসদ অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ প্রথম অধিবেশন থেকে পরবর্তী পাঁচ বছর। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের কথা বলা হয়েছে। সেই হিসাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর নির্বাচনকালীন সময় শুরু হবে ১ নভেম্বর থেকে; ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে ইসিকে।

সর্বশেষ খবর