শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বন্ধ করুন

কূটনৈতিক প্রতিবেদক

অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বন্ধ করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার।

গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা, সম্প্রতি ১৩টি মিশন প্রধানকে ডাকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ইতালি সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা তুলে ধরেন। মোমেন বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটা বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছি। আমরা বলেছি, আপনারা এটা শেয়ার করেন। ড. আবদুল মোমেন বলেন, আমরা আগুন সন্ত্রাসী নিয়েও বই তৈরি করেছি। আমরা বলেছি, আপনারা (বাংলাদেশি দূত) এগুলো বিদেশিদের জানাবেন। তাতে তারা আহাম্মকের মতো হঠাৎ করে বিবৃতি দেবে না। তিনি বলেন, কেউ একজন গিয়ে তাকে ধরল আর তিনি না জেনে একটা বক্তব্য দিয়ে দিলেন। কখনো কখনো কেউ তার ফান্ডে পয়সা দিলেন, তার পক্ষে বলে ফেললেন। আমরা বলেছি এ জন্য আপনাদের একটা বড় দায়িত্ব আপনারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বড় বড় ইস্যু সম্পর্কে তাদের জানাবেন। তাহলে এ ব্যাপারে তাদের জ্ঞান বাড়বে। ইতালিতে নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে কোনো সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা নতুন একটি প্রস্তাবনা আমাদের দিয়েছে। আমরা সেই প্রস্তাব যাচাই-বাছাই করছি। পরে এটা সই হবে দ্রুত। আমরা ২টা এমওইউ সই করেছি সেখানে। তবে ওটা এখনো হয়নি। কারণ তা এখনো আলাপ-আলোচনার মধ্যে আছে।

সর্বশেষ খবর