শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জাতীয় সরকারের অধীনে ভোট দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মানুষ আজ ঐক্যবদ্ধ, ভালো চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।

গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয় চত্বরে ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর চরমোনাই বলেন, মোরেলগঞ্জে দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের ঘরোয়া কর্মসূচিতে বাধা এবং অসৌজন্যমূলক আচরণ শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থানকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, বিশেষ কোনো দলের কর্মচারী নন। হিসাবনিকাশ করে কাজ করুন। দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলাম, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মুফতি মানসুর আহমদ সাকী, মাওলানা নুরুল ইসলাম নাঈম, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, মুহাম্মদ ফজলুল হক মৃধা, হাফিজুল হক ফাইজ, মুফতি শওকত ওসমান, পারভেজ মিয়া, সিয়াম, কাওছার মাহমুদ, মুফতি ফরিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

 

সর্বশেষ খবর