শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বিএনপি ও যুবলীগের কর্মসূচি

দুই দল ফের মুখোমুখি আজ

নিজস্ব প্রতিবেদক

ফের একই দিনে কাছাকাছি স্থানে কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশপথে শনিবার (আজ) অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরপর গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে একই ধরনের নতুন কর্মসূচির ঘোষণা আসে।

আজ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে অবস্থান কর্মসূচি পালন করবে। গাবতলী এসএ খালেক বাস স্টেশনের সামনেও এ কর্মসূচি পালন করবে তারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াবাজারে, যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোডে দনিয়া কলেজসংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে। জানা যায়, রাজধানীর নয়াপল্টনে গতকাল বিকালে মহাসমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ঢাকা মহানগরের প্রবেশমুখে আজ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। একই দিন সন্ধ্যায় যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, আবদুল্লাহপুর, টঙ্গী, গাবতলী এবং আমিনবাজারে শান্তি সমাবেশ করবে তারা। আর ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সর্বশেষ খবর