শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অবস্থানের অনুমতি দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

অবস্থানের অনুমতি দেওয়া হয়নি

রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। গত রাত পৌনে ১২টায় ডিএমপি কমিশনারের একটি বার্তা গণমাধ্যমে পাঠায় মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ। ওই বার্তায় ডিএমপি কমিশনার বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ওই রাজনৈতিক দলগুলো ঢাকা মহানগর পুলিশের কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আজ সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না। ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।   উল্লেখ্য, গতকালের মহাসমাবেশের পর রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায় দলটি। একই কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন।

সর্বশেষ খবর