মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

শুধু আন্দোলন নয়, ভোটেও পরাজিত হবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

শুধু আন্দোলন নয়, ভোটেও পরাজিত হবে বিএনপি

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল -বাংলাদেশ প্রতিদিন

উন্নয়ন-অর্জনে দেশের জনগণ আবারও বঙ্গবন্ধুকন্যাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য ও অর্থ লুটপাট করে বিদেশে পাচার করার কারণে দেশের জনগণ তাদের ভোট দেবে না। তাই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন বিএনপি নেতারা। কিন্তু এতে কোনো লাভ হবে না। বিএনপি আন্দোলনে পরাজিত হয়েছে, তারা ভোটের মাঠেও পরাজিত হবে। গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা এসব কথা বলেন।

রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে টেকনিক্যাল পর্যন্ত সতর্ক অবস্থান নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে দিনভর অবস্থান আরও উপস্থিত ছিলেন আগা খান মিন্টু এমপি, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান মিজান, মাজাহার আনাম প্রমুখ। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, গত সাড়ে চৌদ্দ বছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। দেশের মানুষ শান্তিতে আছে। উন্নয়ন-অর্জনের কারণে জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বিএনপি কখনো সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। তারা ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাছাকাছি চলে আসায় তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে আবার বাসে আগুন দিচ্ছে। পুলিশের ওপর হামলা করছে। আবার আগুনসন্ত্রাসে ফিরে গেছে। কিন্তু বাংলার জনগণ, বিশেষ করে ঢাকাবাসী তাদের আন্দোলন পরাজিত করেছে। তারা আন্দোলনে পরাজিত হয়েছে, নির্বাচনেও পরাজিত হবে। আওয়ামী লীগের কাছে আন্দোলনে বিএনপি শিশু। এ সময় বক্তারা বলেন, বিএনপির দেশব্যাপী নৈরাজ্য-সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সতর্ক থাকবেন। তারা ২০১৩-১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দক্ষিণখানের ৪৮ নম্বর ওয়ার্ডেও সতর্ক ছিলেন নেতা-কর্মীরা। সেখানে ঢাকা-১৮ আসনের এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসানের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল করেন তারা। এতে অংশ নেন তারাবউদ্দিন, মহসিন সরকার, শহীদুল ইসলাম জীবন, ইকবাল হোসেন, সৌরব, ডিউক প্রমুখ। এ সময় হাবিব হাসান এমপি বলেন, ‘বিএনপি বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সন্ত্রাসের রাজনীতি বিএনপি-জামায়াত কায়েম করেছে। এ সন্ত্রাসের, আগুনের, খুনের রাজনীতি আমরা কোনোভাবে করতে দেব না। আমরা উন্নয়ন ও শান্তির কর্মসূচি করছি। এসব কর্মসূচি নিয়ে আমরা সজাগ থাকি বাংলাদেশের মানুষের শান্তির জন্য। এ দায়িত্ব পালনের জন্য আমাদের এ দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে। এই সন্ত্রাসীদের আমাদের মোকাবিলা করতে হবে।’ ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খানের নেতৃত্বে শ্যামলী, বছিলা, আদাবর, টাউন হল, মোহাম্মদপুরে সতর্ক অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা। তারা দফায় দফায় খণ্ড খণ্ড মিছিল বের করেন এসব স্থানে। এ সময় মহানগর ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে আলাউদ্দিন, ফাহিম সাদেক খান, তুহিন, সিদ্দিক, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতায় সাদেক খান এমপি বলেন, গত কয়েক দিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছে, এবারও দেবে। যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করে কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। দুপুর ১২টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগরের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী, সদস্য এম সাইফুল্লাহ সাইফুল প্রমুখ। কামাল আহমেদ মজুমদার বলেন, ‘মুচলেকা দিয়ে দেশ থেকে পলাতক তারেক রহমান ওয়ার্ডে ওয়ার্ডে নেতাদের ফোন করে নির্দেশ দিচ্ছেন গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার জন্য, পুলিশের ওপর আক্রমণ করার জন্য। সেই প্রমাণ আমাদের হাতে আছে। বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো আবারও পেট্রলবোমা বাহিনীকে মাঠে নামিয়েছে। তাদের দিয়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করছে তারা। ঢাকাবাসী আর বিএনপিকে কোনো সন্ত্রাস করতে দেব না।’ অবস্থান কর্মসূচি পালন করেছে মিরপুর থানা আওয়ামী লীগ। মিরপুর ১ নম্বর সড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। মধ্য বাড্ডায় দিনভর অবস্থান কর্মসূচি পালন করে মহানগর উত্তর আওয়ামী লীগ। বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এদিকে উত্তরখান মাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী (সিআইপি)। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ কখনো সন্ত্রাস করে না। আওয়ামী লীগ জনগণের দল। তাই তারা জনগণের পক্ষে কাজ করে। অন্যদিকে বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর পরশ্রীকাতরতা। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা নাজিম উদ্দিন ও আতিকুর রহমান মিলন বক্তব্য দেন।

সর্বশেষ খবর