মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বিপদে পড়বেন

নিজস্ব প্রতিবেদক

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বিপদে পড়বেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের এ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। তাহলে দেশেও বিপদে পড়বেন, দেশের বাইরেও বিপদে পড়বেন। কারণ বিশ্ব চলমান এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সমর্থন দিয়েছেন। শনিবার ঢাকায় বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা, নিপীড়ন-নির্যাতন ও পাইকারি হারে গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমাদের আন্দোলনের প্রস্তুতি আছে, নতুন করে প্রস্তুতি নিতে হবে না। আন্দোলন চলছে, এ আন্দোলন চলমান থাকবে অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেশ ফ্যাসিবাদমুক্ত না হবে আন্দোলন চলবে। তিনি বলেন, বাংলাদেশের নেতৃত্ব কে দেবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আদালত বা প্রশাসন নয়। ইতোমধ্যে ২৮ জুলাই দেশের মানুষ বার্তা দিয়েছে, মানুষ সিদ্ধান্ত দিয়েছে চলমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। নেতৃত্ব কারও কথায় তৈরি হয় না, কারও ওপর নির্ভর করে নেতা হয় না।

সর্বশেষ খবর