বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এখন ইলেকশন না সিলেকশন

নিজস্ব প্রতিবেদক

এখন ইলেকশন না সিলেকশন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়। নির্বাচনের নামে যা চলছে, তাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না, তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন কমিশনও বলা যাবে না। সিলেকশন করা হবে সরকারের উচ্চ পর্যায় থেকে, ইলেকশন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেওয়া। তাই ইলেকশন কমিশনকে বলা যায়, ইলেকশন ভেলিডেশন কমিশন। আগামীতে নির্বাচনের নামে এমন সিলেকশনে গেলে লাভ কী? গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।জি এম কাদের বলেন, নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ত করা হয়েছে। ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল দেশি-বিদেশিরা। সরকার ইচ্ছা করলে এই নির্বাচনটা সঠিক করতে পারত। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না। কারণ, তারা জানে, যেখানেই ভোট দেবে নির্বাচিত হবে সরকারের পছন্দের প্রার্থী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর