বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সু চিকে ক্ষমা, কমল সাজা

প্রতিদিন ডেস্ক

সু চিকে ক্ষমা, কমল সাজা

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি মিয়ারমারের নেত্রী অং সান সু চিকে গত সপ্তাহেই কারাবন্দি অবস্থা থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করা হয়েছিল। এবার পাঁচটি অপরাধের জন্য সু চিকে ক্ষমা করার ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা সরকার। মোট ১৯টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল এই নেত্রীকে। ক্ষমা করা পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদ দেওয়া হয়েছিল। এ ক্ষমা ঘোষণার মাধ্যমে সু চির সাজার মেয়াদ ছয় বছর কমবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মূলত বৌদ্ধ চল্লিশা উপলক্ষে ৭ হাজার বন্দির ক্ষমা ঘোষণা করা হয়েছে। সু চিও এই তালিকার একজন। শান্তিতে নোবেল জয়ী সু চিকে গত সপ্তাহে কারাগার থেকে রাজধানীর নেপিডোর একটি সরকারি বাড়িতে নিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বন্দি আছেন সু চি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর