বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করল ত্রিপুরা

নিউজ ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সীমান্তের চেকপোস্টগুলোতে সোমবার থেকেই এই পরীক্ষা চালু হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার একাধিক এলাকা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। সরকারি তথ্য মতে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এর পরই নড়েচড়ে বসে ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে ত্রিপুরায় ভ্রমণ করতে আসা নাগরিকদের স্থলসীমান্তে ডেঙ্গু পরীক্ষা করা বাধ্যতামূলক।’ রাজ্যের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের কর্মকর্তা ড. সুপ্রিয় মল্লিক বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে প্রতিটি সুসংহত চেকপোস্টে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য শিবিরগুলোর ওপর জোর দিয়েছি। শ্রীমন্তপুর, বিলোনিয়া এবং আখাউড়া চেক পোস্টে ডেঙ্গু টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ত্রিপুরায় প্রবেশের আগে বাংলাদেশি পর্যটকদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে।

সর্বশেষ খবর