বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেরে ক্যাম্পাসছাড়া নূরকে

মধ্যরাতে বাসায় অভিযান ডিবির, ছাত্র অধিকারের সভাপতি গ্রেফতার

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেরে ক্যাম্পাসছাড়া নূরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল নূরের ওপর হামলা -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে নুরুল হক নূরের বাসা থেকে আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মাদরাসা শিক্ষার্থী রেজাউল হত্যার বিচার এবং সুনামগঞ্জে বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে গতকাল বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। একই সময়ে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিকাল সাড়ে ৪টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে আসেন নূরসহ ছাত্র অধিকারের নেতা-কর্মীরা। তবে এর আগেই সেখানে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা। নূরের মিছিলটি রাজু ভাস্কর্যের দক্ষিণ দিকে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে স্লোগান দিতে থাকেন। পরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নূরসহ অন্যদের ওপর হামলা চালান তারা। এ সময় নূরকে উপর্যুপরি কিলঘুসি মারতে মারতে টিএসসি মেট্রোরেলের স্টেশনের দিকে ঠেলে দেন। পরে নূরের সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেকসূত্র জানান, আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, আবদুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ ও রাজিব।

গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান সাংবাদিকদের বলেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে গেলে ছাত্রলীগের কর্মীরা বাগ্বিতণ্ডা শুরু করেন। এরপর ঢাবির ডাসের সামনে মারধর শুরু করেন। এতে প্রায় ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, গণমাধ্যম মারফত জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদের বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

বিন ইয়ামিন মোল্লা গ্রেফতার : মঙ্গলবার দিবাগত রাতে রামপুরা মহানগর প্রজেক্টে নুরুল হক নূরের বাসা থেকে আটক হওয়া বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছে ডিবির মতিঝিল বিভাগ। পুলিশ জানায়, ২০২১ সালের ২৫ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে নাশকতা চেষ্টার ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়। ওই মামলার ৩৭ নম্বর আসামি বিন ইয়ামিন মোল্লা।

এ ছাড়া ২১ জুলাই পল্টনে ভাঙচুরের ঘটনায় একটি মামলার আসামি বিন ইয়ামিন মোল্লা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এর আগে ওই রাতে ইয়ামিনের বাবাকে তার বাসা থেকে এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। গতকাল সকালে তাদের ছেড়ে দেওয়া হলেও ইয়ামিন মোল্লাকে ছাড়া হয়নি।

সর্বশেষ খবর