বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
এফবিসিসিআই নির্বাচন

সভাপতি মাহবুবুল সিনিয়র সহসভাপতি আমিন হেলালী

নিজস্ব প্রতিবেদক

সভাপতি মাহবুবুল সিনিয়র সহসভাপতি আমিন হেলালী

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআইর ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। এ ছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী। এফবিসিসিআই ইলেকশন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী গতকাল নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ইলেকশন বোর্ডের সদস্য কে এম এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম, এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এ সময় উপস্থিত ছিলেন। এফবিসিসিআইর ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাহবুবুল আলম। তিনি ১০ বছর ধরে চট্টগ্রাম চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী এফবিসিসিআইর বর্তমান কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির যশোদা জীবন দেবনাথ। অ্যাসোসিয়েশন থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, ই-ক্যাবের শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশনের রাশেদুল হোসেন চৌধুরী রনি ও এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের মুনির হোসেন। এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, আমরা একসঙ্গে কাজ করব। এফবিসিসিআই থেকে আমার নেওয়ার কিছু নাই। দেওয়ার অনেক কিছু আছে। ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এ জন্য বোর্ডের সবার সহযোগিতা চাই। মো. জসিম উদ্দিন বলেন, মাহবুবুল আলমের নেতৃত্ব আগামী ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যাত্রাকে সফল করতে কাজ করবে।

 

সর্বশেষ খবর