বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মানব পাচারে জড়িতদের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক

মানব পাচারে জড়িতদের বিচার হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানব পাচার আমরা কোনোভাবেই সহ্য করব না। মানব পাচারের সঙ্গে জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে চাই। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যৌথভাবে এই জাতীয় সংলাপের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড, কোয়িকা, গ্লোঅ্যাক্ট বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ ইউনাইটেড নেশন্সস নেটওয়ার্ক অন মাইগ্রেশন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার গুরুতর একটি অপরাধ, এটি প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি মানব পাচার ঘটনার তদন্ত ও বিচার করতে আমরা বদ্ধ পরিকর। এই অপরাধকে আমরা কোনোভাবেই সহ্য করব না। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে এটি বাংলাদেশের প্রতিনিয়ত প্রচেষ্টার প্রতিফলন। মানব পাচার প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টারে ডেডিকেটেড সেল, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং সাতটি মানব পাচার প্রতিরোধ বিষয়ক ট্রাইব্যুনালসহ রিক্রুটিং এজেন্সিগুলোকে আইনি কাঠামোর ভিতরে নিয়ে আসার উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে।

বাংলাদেশ এই সফলতা অর্জন করেছে। মানব পাচার মামলার তদন্ত বৃদ্ধি, পাচারকারীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া বৃদ্ধি করে সাজা নিশ্চিত করা হয়েছে। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় সব মন্ত্রণালয় ও অংশীজনদের মধ্যে সমন্বয় করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর