বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু ভোটের পরিবেশ নেই, বিএনপি জানাল কূটনীতিকদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতা-কর্মীদের ওপর নির্যাতন বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বিকালে রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির   সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিকদের আমরা জানিয়েছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি দলের কর্মকাণ্ড তুলে ধরেছি। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, র‌্যাব যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি এটা সবার জানা দরকার। আমরা বলেছি, নির্বাচন সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের ওপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে এ ঘটনায়। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।

সর্বশেষ খবর