শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি

♦ মোট আক্রান্ত ৬১ হাজার ৪৭৩ জন ♦ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ ♦ নারী ১৬৫ এবং পুরুষ ১২৮ ♦ চিকিৎসাধীন ৯ হাজার ২৬

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি

ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। মৌসুমের শুরুতেই বিগত সব বছরের রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গুজ্বরে মৃত্যু। এ বছর ডেঙ্গুতে নারীদের মৃত্যুর সংখ্যা সর্বাধিক। আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। কর্মক্ষম জনগোষ্ঠী বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জন। এর মধ্যে নারী ১৬৫ জন এবং পুরুষ ১২৮ জন মৃত্যুবরণ করেছেন। এ বছর ডেঙ্গুতে নারীরা কেন বেশি মৃত্যুবরণ করছেন জানতে চাইলে দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, নারীরা দেরিতে চিকিৎসা নেন। তারা পরিবারের অন্য সদস্যদের চিন্তা করতে গিয়ে নিজেদের কথা ভুলে যান। কালক্ষেপণ করে হাসপাতালে আসেন। নারীরা বেশি ঘরে থাকছেন। তারা রোদে কম যান। ফলে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। এসব কারণে তাদের বেশি মৃত্যু হচ্ছে বলে তিনি মনে করেন। ডেঙ্গুজ্বর হলে কালক্ষেপণ না করে দ্রুতই রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৭ জন, মারা গেছেন ১০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯২ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৮৬৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন, মারা গেছেন ২৯৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ২৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৫৬৮ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৯৪ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ১৭৪ জন। এ পর্যন্ত পুরুষ আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১৬১ জন এবং নারী আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩১২ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ১৬৫ জন এবং পুরুষ ১২৮ জন। বেশি আক্রান্ত হয়েছেন ২১-২৫ বছর বয়সীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন এবং বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও সব শেষ চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন রোগী। হাসপাতাল সূত্র জানায়, জেলার আগৈলঝড়া উপজেলার ঘোড়ারপাড় গ্রামের বিশ্বনাথ সুতারের স্ত্রী বকুল রানী (৭০) জ্বরে আক্রান্ত হয়ে গত ২৯ জুলাই শেরেবাংলা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন ডেঙ্গু রোগী। এর আগে গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ২৩৪ জন, মঙ্গলবার ২২৩ জন এবং সোমবার চিকিৎসাধীন ছিলেন ২০৫ জন ডেঙ্গু রোগী।

সর্বশেষ খবর