শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষতা হারিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষতা হারিয়েছে প্রশাসন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে যে সক্ষমতার কথা বলছে, তা অবাস্তব। গতকাল চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সব বিরোধী দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সৈয়দ রেজাউল করিম পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, তারা আমাদের ভাই। কিন্তু আপনারা দায়িত্ব পালনে কিছুটা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। হাতে হাতুড়ি নিয়ে যে আচরণ করেছেন, তাতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এ সময় আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর