শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

একযোগে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধে জয়ী হব : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন। এতে দেশের জনগণেরও সহযোগিতা ছিল। একইভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

গতকাল সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর ও সিটি করপোরেশন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ ও অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়। তিনি আরও বলেন, বাড়ি বা আঙ্গিনার কোথাও পানি জমে আছে কি না তা খেয়াল করে সরিয়ে ফেলতে হবে। কারণ এডিস মশা জন্ম নেয় পানিতে। যদি আমরা পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গু সহসাই নির্মূল হয়ে যাবে।

সর্বশেষ খবর