শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সমাবেশের অনুমতি না পেয়ে নতুন কর্মসূচি দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী সমাবেশ করতে পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি স্থগিত করে আগামীকাল ৬ আগস্ট সব জেলা শহরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে মঙ্গলবার সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। কিন্তু অনুমতি না পাওয়ায় গতকাল এ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মিরপুর ও মতিঝিলে গতকাল বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। সেই সঙ্গে তারা নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকার, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান। বাদ জুমা মিরপুরের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিক্ষোভ মিছিলটি মিরপুর ১ নম্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যালে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে, মতিঝিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। মিছিলটি রাজধানীর প্রাণ কেন্দ্র মতিঝিল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর রেলস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ খবর