রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না

নিজস্ব প্রতিবেদক

এ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না

জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, এমনটা পাগলেও বিশ্বাস করবে না। কারণ, তার অধীনে নির্বাচন হলে ভোট ব্যালটে হবে না। এ জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইছি।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক গণতন্ত্র মঞ্চের নেতা ড. আবু ইউসুফ সেলিমসহ গ্রেফতার হওয়া সব রাজবন্দির মুক্তির দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতা। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে কাকরাইল বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।

আ স ম রব বলেন, এ সরকার খুনি, লুটেরা, দুর্নীতিবাজ ও ঘুষখোর। তাই এ সরকারকে বিদায় নিতে হবে। বাংলাদেশ পুরোটাই এখন কারাগার। দেশটা জাহান্নামে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের জেলে পাঠাচ্ছে। আপনাদেরও জেলে যেতে হবে। একটু অপেক্ষা করেন। আপনারাও রেহাই পাবেন না। পালানোর পথ পাবেন না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। আওয়ামী লীগ পিঁপড়ার মতো আচরণ করছে। মানুষ আপনাদের সঙ্গে নেই। আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচন করব না। যত চেষ্টাই করেন না কেন, আমরা নির্বাচন করব না। সংসদ ভেঙে দিতে হবে। নতুন সরকার করে দিতে হবে। অন্তর্বর্তী সরকার আসবে।

সর্বশেষ খবর