রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি আট লাশ উদ্ধার, নিখোঁজ ৫

বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে গেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টায় পাওয়া খবর অনুযায়ী, চার ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলার যাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে এবং এ সময় পর্যন্ত আরও পাঁচজন নিখোঁজ ছিলেন। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন বেড়িয়ে ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে পৌঁছেছে। স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, ‘আমাদের ডুবুরি দল কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি আটজন নিখোঁজ রয়েছেন।’

সর্বশেষ খবর