সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আমেরিকার সঙ্গে টক্কর দিলে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

আমেরিকার সঙ্গে টক্কর দিলে ধ্বংস

আগামীতে আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে টক্কর দিতে গিয়ে ইরাক, ইরান, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। আজকে জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ জরুরি। গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র ফোরামের সভাপতি আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ। বরকত উল্লাহ বুলু বলেন, আমেরিকা শুধু শক্তিশালী দেশই নয়। আমরা আমেরিকা থেকে ৩ হাজার কোটি টাকার পণ্য আমদানি করি। পক্ষান্তরে তৈরি পোশাক, চামড়াসহ রপ্তানি করি সোয়া লাখ কোটি টাকার পণ্য। এ ক্ষেত্রে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আমরা অর্থনৈতিক বাজার হারাব। ধ্বংসের মুখে পড়বে দেশের অর্থনীতি।

সর্বশেষ খবর