বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ আন্দোলনে পরীক্ষার্থীরা

শাহবাগে সংঘর্ষ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি, মন্ত্রী বললেন সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ আন্দোলনে পরীক্ষার্থীরা

রাজধানীর শাহবাগে গতকাল পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি -বাংলাদেশ প্রতিদিন

আগামী ১৭ আগস্ট অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার আগে হঠাৎ তারিখ পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন পরীক্ষার্থীরা। সোমবার ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভের পর গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের আন্দোলনের পর গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নতুন মানবণ্টন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। যদিও এই বিষয়ের পরীক্ষা বাতিলের দাবি ছিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়েছিলেন তারা। করোনা মহামারির কারণে ভর্তি প্রক্রিয়া প্রায় পাঁচ মাস পিছিয়ে যায়। ভর্তি নীতিমালা অনুযায়ী, ২০২২ সালের ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে, এপ্রিল থেকে ক্লাস শুরু হয় অনেক কলেজে। শিক্ষার্থীরা বলছেন, একাদশ ও দ্বাদশ মিলে তারা মাত্র সাড়ে ১৪ মাস সময় পেয়েছেন পড়াশোনা করার জন্য। ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়েছে দুই ঘণ্টায় ৫০ নম্বরে। এ ছাড়া গত বছরে আইসিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। কিন্তু চলতি বছরে সব বিষয়েই, শতভাগ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। প্রতি পরীক্ষার সময় নির্ধারিত রয়েছে ৩ ঘণ্টা। এতেই বিপত্তি বেধেছে। এই আন্দোলনকারীরা সব বিষয়ে অর্ধেক নম্বরে (অর্থাৎ ৫০ নম্বরে) পরীক্ষার পাশাপাশি দুই মাস পেছানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিলেরও দাবি তাদের। শিক্ষার্থীদের আন্দোলনের পর গতকাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আইসিটিতে চলতি বছর এইচএসসিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গতকাল বিকালে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মন্ত্রী বলেন, অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন নিয়ে তিনি বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ পেছানোর দাবি জানায়। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেকদিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের বেশিরভাগই এই সময়কে সামনে রেখে নিজেকে তৈরি করেছে। যারা মনে করছে তারা এখনো পরীক্ষা দিতে প্রস্তুত না, তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদেরও পরীক্ষা অত খারাপ হবে না। দীপু মনি জানান, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। তারা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করেন। এ সময় তাদের হাতে ‘পরীক্ষা দুই মাস পেছাতে হবে’, ‘৫০ নম্বরের পরীক্ষা চাই’ সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী আশিকুর রহান বলেন, ‘আমাদের ক্লাস শুরু হয়েছিল এপ্রিলে। আর ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে গত ২৯ মে। মাত্র ১৪ মাসে দুই বছরের কোর্স শেষ করে তড়িঘড়ি পরীক্ষা নেওয়া হচ্ছে। সেটাও আবার পূর্ণ নম্বরের ওপর প্রশ্নপত্রে। এটা মেনে নেওয়া যায় না। এ জন্য আমরা বিক্ষোভ করছি। পরীক্ষা পেছাতেই হবে।’ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শাহবাগ থানার সামনে আসার পরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ছয়জনকে ধরে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। তবে এ ব্যাপারে শাহবাগ থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি। চার দাবিতে গত ৭ আগস্টও বিক্ষোভ মিছিল করেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, এইচএসসি পরীক্ষার সময়সূচি অন্তত দুই মাস পেছানো, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া এবং আইসিটি বিষয় বাদ দেওয়া। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল বৃষ্টিতে ভিজে রংপুর, দিনাজপুর, নাটোর, বরগুনাসহ বিভিন্ন জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

সর্বশেষ খবর