বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন পর্যবেক্ষণ করবে ৬৮ সংস্থা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ৬৮টি বেসরকারি সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির প্রকাশিত তালিকা থেকে এবার বাদ পড়েছে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আলোচিত বেশ কিছু সংস্থা। গতকাল নির্বাচন কমিশন ৬৮টি সংস্থার তালিকার গণবিজ্ঞপ্তি জারির পর আগামী ১৫ দিনের মধ্যে এসব পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি-অভিযোগ থাকলে ইসি সচিবের কাছে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তা শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন। চলতি মাসেই পর্যবেক্ষক সংস্থার তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে; যারা দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। পাঁচ বছরের জন্য নিবন্ধিত সংস্থাগুলোই নীতিমালা মেনে ভোট পর্যবেক্ষণ করতে পারবে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন কমিশন সচিবালয় আবেদনকারী সংস্থাগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যথাযথভাবে যাচাই-বাছাই করত কমিশনে উপস্থাপন করে। নির্বাচন কমিশন উত্থাপিত তথ্য ও পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ করে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ৬৮টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচিত করেছে। ইসির কর্মকর্তারা বলছেন, নিবন্ধনে আগ্রহী ২ শতাধিক স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে প্রাথমিক বাছাইয়ে টিকেছে মাত্র এক তৃতীয়াংশ। সবশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য ১১৯টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সে হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনে এ সংখ্যা এখন প্রায় অর্ধেকে নেমে এলো। এ ছাড়া একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণকারী মাত্র ২৯টি সংস্থা এবার প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের শুরুতে আগ্রহীদের কাছে আবেদন নেওয়া হয়। দেশি ২১০টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১৮ জানুয়ারির বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ৬৮টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। কারও বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার সপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত হবে, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। একাদশ সংসদ নির্বাচনের আগে ১৯৯টি পর্যবেক্ষক সংস্থা আবেদন করলেও চূড়ান্তভাবে ১১৯টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়। এসব স্থানীয় সংস্থার মেয়াদ জুলাইয়ে শেষ হয়।

সর্বশেষ খবর