বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

প্রতিবাদে ভাঙচুর অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতিবাদে ভাঙচুর অগ্নিসংযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী হামলায় আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার আট দিন পর গতকাল সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে ভেড়ামারায় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছেন। সঞ্জয় কুমার প্রামাণিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাজপথে নামেন। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা ভেড়ামারা শহর। বেলা সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে ভেড়ামারা-কুষ্টিয়া, ভেড়ামারা-দৌলতপুর ও ভেড়ামারা-পাবনা মহাসড়ক অবরোধ করে। এ সময় স্কুল ও কলেজসহ সড়কে যানবাহন চলাচলসহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেলা সাড়ে ১০টার দিকে ভেড়ামারা ডাকবাংলোর সামনে জড়ো হয়। তারা লাঠিসোঁটা নিয়ে দৌলতপুর-ভেড়ামারার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে পুলিশ বাধা দিলে চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট কর্মী ও রিয়াজুল নামে এক পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রধান আসামি যুব জোট নেতা মোস্তাফিজুর রহমান শোভনের স্বজনদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। যুব জোট নেতা শোভনসহ আসামিরা ইতোপূর্বে অনেক অপকর্মের ঘটনা ঘটিয়েছে। তাদের দ্বারা এত দিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই হয়তো এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে ছাত্রলীগের কর্মীরা আমাদের সমাবেশে আসার পথে পুলিশের হামলার শিকার হয়। এতে ছয় থেকে সাতজন আহত হয়েছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ভেড়ামারা শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে ভেড়ামারা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২ আগস্ট মধ্যরাতে সঞ্জয় কুমার প্রামাণিকের ওপর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুব জোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর