বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

বিটুর ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-ছাত্রীরা গতকাল ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিটুর আজীবন বহিষ্কারের দাবি করেন ছাত্র-ছাত্রীরা। গতকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে তারা বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। থেমে থেমে বিক্ষোভ ও স্লোগান চলে শিক্ষার্থীদের। প্রায় ৩ হাজার শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’ ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’ ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরে যাবো না’ ইত্যাদি স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের হাতে ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ‘নো প্লেস ফর মার্ডারার ইন বুয়েট’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন। পরে দুপুর ২টায় তারা বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি করেন। কয়েকজন ছাত্র বলেন, লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি বারবার আঘাত করেছে বুয়েট ক্যাম্পাসে। রাজনীতি তার ভয়ংকর দাগ রেখে গেছে এই বুয়েটে। শিক্ষার্থীরা যখন পড়ালেখার সুষ্ঠু পরিবেশে ফিরেছে তখনই তাদের নিরপেক্ষ মনোভাবকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী একটি মহল। তারা বলেন, সম্প্রতি হাওরে শিক্ষার্থীদের কয়েকজনকে আটক করা হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের দফায় দফায় ফোন করলে ও মুঠোফোনে বার্তা পাঠানো হলেও তারা কোনো উত্তর করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর