বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তামিমের গাফিলতি খুঁজে পেয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

তামিমের গাফিলতি খুঁজে পেয়েছে বিসিবি

পিঠের ব্যথার জন্য তামিম ইকবালের গাফিলতিকে দোষারোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের ব্যথামুক্ত হতে তামিম নিয়মিত ব্যায়াম করতেন না, বিসিবির তদন্তে বেরিয়ে এসেছে। বিশ্বকাপ ক্রিকেটে তামিমকে অধিনায়ক রেখে পরিকল্পনা কষেছিল বিসিবি। কিন্তু সে পরিকল্পনায় বাধ সেঁধেছেন স্বয়ং তামিম। ক্রিকেট মহাযজ্ঞ শুরুর মাত্র দুই মাস আগে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেন বাঁ-হাতি ড্যাসিং ওপেনার। ছেড়ে দেওয়ার কারণও ব্যাখ্যা করেন। মিডিয়াকে জানান, পিঠের ব্যথার জন্য তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, পিঠের ব্যথায় ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ থেকেও সরে দাঁড়ান তামিম। ব্যথামুক্ত হতে দুবাই ও লন্ডনে চিকিৎসা করেন বাঁ-হাতি ওপেনার। লন্ডনে লাম্বার ফোর ও ফাইভ ডিস্কে ইনজেকশন দেন। পিঠের ব্যথা সেরে না ওঠার জন্য তামিম অভিযোগ করেছিলেন বিসিবি চিকিৎসকদের। শুধু তাই নয়, ফিজিওর ভুল ব্যায়ামকেও দোষারোপ করেছিলেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি তদন্ত করবেন বলে জানিয়েছিলেন। তামিমের অভিযোগের পর গত রবিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বসেছিলেন তামিম ও চিকিৎসকদের সঙ্গে। সভায় সব পক্ষের কথাবার্তা শোনেন তিনি। উভয় পক্ষের কথা শোনার পর তিনি নিশ্চিত হন, তামিমের চিকিৎসায় ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির কোনো গাফিলতি ছিল না। বরং ইনজুরির জন্য তামিমের দিকে আঙুল তোলা হয়েছে। তামিমকে অভিযুক্ত করা হয়েছে, পুনর্বাসনের ব্যায়াম তামিম ঠিকঠাকমতো করেননি। বিসিবির মেডিকেল টিম যে নোট দিয়েছে তামিমের ইনজুরি নিয়ে, সেটা দেখে অবাক হওয়ার পাশাপাশি রাগও করেছেন নাজমুল হাসান পাপন।

তামিমের বিষয়ে জানতে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে ফোনে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর